Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দায়িত্ব

গ্রাম পুলিশের দ্বায়িত্ব ও কর্তব্য নিম্নরূপ :

 

1। যেহেতু গ্রাম পুলিশ ইউনিয়নের শান্তি শৃঙ্খলার কাজে জড়িত তাই তাদের উচিত গ্রামের সকল মানুষকে সমান চোখে দেখে কার্যক্রম পরিচালনা্ করা।

2। গ্রামের লোকজন যাতে হোল্ডিং ট্যাক্স সম্পর্কে অবহিত হতে পারে তার ব্যবস্থা করা।

3। গ্রামের জনকে বিভিন্ন বিষয়ে সচেতন করা ।

4। গ্রাম যাতে ঝগড়া বিবাদ না হয় সেদিকে লক্ষ্য রাখা।

5। গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে গ্রামের লোকেদের সাথে একত্রে কাজ করা।

6। অনলাইন জন্ম নিবন্ধন সম্পর্কে জনগনকে সচেতন করা।

7। গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদে বিভিন্ন ভাতার আওতায় এনে পড়ালেখায় সহায়তা করা।

8। গ্রামের যাতে কোন প্রকার চুরি ডাকাতি না হয় সে কাজ করা।